Sunday, January 27, 2013

এ বি এম মূসার গোপণ কাহিনী

এ বি এম মূসার গোপণ কাহিনী ঃ --- " পাকিস্তান সামরিক বাহিনীর নির্দেশে তিনি শেখ কামাল (কামাল ভাই) কবে কোথায় যুদ্ধক্ষেত্রে পরিদর্শন বা যুদ্ধে যাবেন বা সীমান্ত এলাকায় যাবেন এই সংবাদ পাঠানোর দ্বায়িত্ব ছিল এ বি এম মুসার। পাকিস্তান কর্তৃপক্ষের উদ্দেশ্য ছিল শেখ কামালের অবস্থান জানতে পারলে সেখানে তারা বোম্বিং করে শেখ কামালকে হত্যা করবে যাতে এই খবর প্রকাশিত হলে বঙ্গবন্ধু মানসিকভাবে ভেঙ্গে পড়েন। এ বি মুসা কামাল ভাই এর অবস'ান জানানোর চেষ্টা করেছিলেন টেলেক্স এর মাধ্যমে। কিন্তু তার আগেই ভারতীয় গোয়েন্দা বাহিনী তার বাসা সার্চ করে এবং টেলেক্স নিয়ে নেয় ও তাকে নজরবন্দী করে। এবং যাবতীয় বিষয় প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদকে জানান। তবে গ্রেফতার করলে বাংলাদেশের অভ্যন্তরে ভুল সিগন্যাল যাবে। যার ফলে অনেক সাংবাদিক ও সরকারী কর্মকর্তা মুজিব নগরে আসা থেকে বিরত থাকবে। এ কারণে তিনি বাকি সময় মুজিব নগরে গোয়েন্দা নজরদারীতে ছিলেন।"
প্রথমে বললেন , আওয়ামীলীগ দেখলেই বলবেন 'তুই চোর' এখন বলতেছেন বঙ্গবন্ধু তৃতীয় সারির নেতা, কয়দিন পরে বলবেন দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে ১৯৭৫ সালে !!
এই লোক সত্যি পাগল হয়ে গেছেন , উনারে ভাল সাকিয়াট্রিক দেখনো দরকার । একটা টিভি স্টেশনের লাইসেন্স না পাওয়ায় মাথা আউলা , যে নেতার নাম ভাঙ্গিয়ে নিজে এম পি পর্জন্ত হয়েছেন এখন তাকে ও ছাড়ছেন না । এত লোভ আর হিংসায় ভরা মন নিয়ে এরা রাজনীতি কেমনে করেন !!